AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে সুবিধাবঞ্চিত শতাধিক পরিবারকে নগদ অর্থ প্রদান

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মে - ১৩ - ২০২০ | ৪: ০৪ পূর্বাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: করোনা ভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলা ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে শতাধিক কর্মহীন-অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রশিদপুর এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে এ সহায়তা দেয়া হয়। শেখ আত্তর আলী ও তাঁর পরিবারের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত প্রত্যেক পরিবারকে দেয়া হয় দুই হাজার টাকা করে। এর আগে রমজানের শুরুতে তাদের উদ্যোগে উপজেলার উত্তর ধর্মদা গ্রামের একশত সুবিধাবঞ্চিত পরিবাদের বিতরণ করা হয় খাদ্যসামগ্রী।

নগদ অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন শেখ হাবিব উল্লাহ মাস্টার দাখিল মাদ্রাসার নির্বাহী কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা দাতা সদস্য শেখ মনির মিয়া, সহ সভাপতি শেখ নূর মিয়া, স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ইজার আলী মেম্বার, মনোহর আলী, ব্যবসায়ী ফিরোজ মিয়া, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম বেগ, দৈনিক আজকালের খবরের সিলেট ব্যুরো চীফ এসএ শফিক প্রমূখ।

আরো সংবাদ