বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে ১৪টি চোরাই গরুসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন- উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংরাওলী গ্রামের উস্তার আলীর ছেলে ইসলাম উদ্দিন (২৮) ও একই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে নিজাম উদ্দিন (২৫)। মঙ্গলবার ভোররাতে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পৃথকভাবে রাখা ১৪টি চোরাই গরু উদ্ধার করে পুলিশ।
এব্যাপারে বিশ্বনাথ থানার এসআই দেবাশীষ শর্মা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চোরাই গরুসহ তাদের আটক করেছি। তারা জানিয়েছে, পার্শ্ববর্তী ছাতক থানা এলাকা থেকে এগুলো আনা হয়েছে। আটককৃতদের বিরোদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।