বিশ্বনাথনিউজ২৪ :: করোনার সংকটময় মুহুর্ত মোকাবেলা ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে ২১০ জন অসহায়-কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের মধ্যে বিভিন্ন জাতের পুষ্টিকর সবজি বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সদরের নতুন বাজারে ‘বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের’ উদ্যোগে বিনামূল্যে ওই পুষ্টিকর সবজি বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে পুষ্টিকর সবজি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া।
বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাঈম ও সাধারণ সম্পাদক পাভেল আহমদের পরিচালনায় পুষ্টিকর সবজি বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ নবীন সোহেল, যুবলীগ নেতা সায়েদ আহমদ, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সাবেক সভাপতি কাওছার আহমদ বাপ্পী, তন্ময় দেবরায়, বর্তমান কমিটির সহ সভাপতি সাহেদ আহমদ প্রিন্স, যুগ্ম সম্পাদক বকুল আহমদ, ইলিয়াছ আলী, এসোসিয়েশনের কর্মী সাবেল আহমদ খান, বিজয় দেব, রাসেল মিয়া, সৌমিত্র ধর, শেখ রেদুওয়ানুল ইসলাম হৃদয়, মিজানুর রশীদ, মশাহিদ আলী, বিদ্যুৎ দাস মিশু, আশরাফুল আলম নবেল’সহ অনেকেই উপস্থিত ছিলেন।