নিজস্ব প্রতিবেক :: সিলেটের বিশ্বনাথে ৯ শত পিস ইয়াবাসহ আলোচিত মাদক কারবারি স্বামী-স্ত্রীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন- উপজেলার দৌলতপুর ইউনিয়নের দূর্যাকাপন গ্রামের আবুল বাশার তুহিন (৪৫) ও তার স্ত্রী ছমিরুন বেগম ছরি (৪০)। রবিবার সন্ধ্যায় তাদের নিজ বাড়ি থেকে আটক করে থানা পুলিশ।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মূসার নির্দেশনায় থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তির নেত্বত্বে এসআই আফতাবুজ্জামান রিগ্যান, এএসআই বিমল চন্দ্র দাস, দীপক চন্দ্র সূত্রধর ও নারী কনস্টেবল মার্জিনা আক্তার’সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আবুল বাশার তুহিন ও ছমিরুন বেগম ছরি’কে আটক করেন। এসময় আটককৃতদের বসতঘর তল্লাশী করে ৯শত পিছ ইয়াবাহ উদ্ধার করে পুলিশ। তুহিন ও ছরি আলোচিত মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মূসা।