Search
Close this search box.

৭০০ দুস্থ পরিবারকে সিলেট এইড’র খাদ্যসামগ্রী প্রদান

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: করোনা ভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলা ও পবিত্র রমজান উপলক্ষ্যে ‘সিলেট এইড’ এর পক্ষ হতে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সিলেটের বিশ্বনাথ, ওসমানীনগর, সুনামগঞ্জের জগন্নাথপুর ও হবিগঞ্জের আউশকান্দি এলাকার ৭ শত পরিবারকে এই খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি চানা, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম গুড়া দুধ, ৫০০ গ্রাম খেজুর ও ৫ লিটার ভোয্য তেল প্রদান করা হয়। রমজান মাস উপলক্ষ্যে ‘সিলেট এইড’ এর পক্ষ হতে বিগত কয়েক বছর যাবৎ অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণের জন্য সোমবার দুপুরে বিশ্বনাথের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের হাতে খাদ্যসামগ্রী হস্তান্তর করেন সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি আব্দুর রহমান খালেদ।

এসময় উপস্থিত ছিলেন সংগঠক মো. শাহজাহান, নাজিম উদ্দিন, ফাহিম আহমদ, জুনেদ মিয়া, বদরুল আলম, রাসেল আহমদ, সুজেল মিয়া, মামুন আহমদ প্রমুখ।

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত