AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে আল-ইখওয়ান ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের খাদ্যসামগ্রী বিতরণ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: এপ্রিল - ২১ - ২০২০ | ৮: ০০ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: করোনা ভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলা ও পবিত্র রমজান উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে আল-ইখওয়ান ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে প্রায় সাতশত কর্মহীন-অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার জানাইয়া গ্রামে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ৬০০ পরিবারকে ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চানা ও ১ লিটার ভোয্য তেল এবং ১০০ পরিবারকে ১ বস্তা (৫০ কেজি) চাল, ২ কেজি ডাল, ২ কেজি চানা ও ৫ লিটার ভোয্য তেল প্রদান করা হয়।

খাদ্যসামগ্রী বিকরণকালে উপস্থিত ছিলেন জানাইয়া গ্রামের মুরব্বি আলকাছ আলী, কালা মিয়া, আব্দুল মজিদ, মখলিছ আলী, হাজী জমসিদ আলী, রজব উল্লাহ, মনোহর আলী, সংগঠক শাহিন আলম, সুন্দর আলী রুহুল, নাজিম উদ্দিন, রফিজ আলী, লাল মিয়া, আবুল মিয়া, শাহজাহান, আফছর আলী, নাজিম মিয়া, জাকির হোসেন, ইসমাঈল আলী, মারুফ আহমদ, জাহাঙ্গীর আলম, জমির আলী, ফাহিম আহমদ, আব্দুস সালাম প্রমুখ।

আরো সংবাদ