বিশ্বনাথনিউজ২৪ :: করোনা ভাইরাসের সংকটময় মুহুর্তে সিলেটের বিশ্বনাথে কর্মহীন-অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন রামসুন্দর সরকারি অগ্রগামি মডেল উচ্চ বিদ্যালয়ের ২০০৪ ব্যাচের শিক্ষার্থীরা। তাদের উদ্যোগে তিন শতাধিক অসহায় পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে খাদ্যসামগ্রী।
খাদ্যসামগ্রীর মধ্যে প্রত্যেক পরিবারকে ৮ কেজি চাল, ২ কেজি পিয়াজ, ১ কেজি লবন, ১ কেজি ডাল, ৫ কেজি আলু ও ১ লিটার সোয়াবিন তেল প্রদান করা হয়।
প্রাক্তন শিক্ষার্থীরা কর্মহীন-অসহায় ও দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।