বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে করোনা ভাইরাসে কোন লোক মারা গেলে তার লাশ সৎকারের লক্ষ্যে ১০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে উপজেলা পর্যায়ে গঠিত কমিটি কর্তৃক লাশ সৎকারের জন্য এই কমিটি গঠন করা হয়।
বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান ৫এপ্রিল এই কমিটি অনুমোদন দেন।
কমিটির সদস্যরা হলেন- উপজলোর জানাইয়া বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালাম, জানাইয়া জুম্মাবাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা সিরাজুল ইসলাম, বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান, ধ্রুবতারার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতিন, সংগঠক সিরাজুল ইসলাম, আমিনুল ইসলাম, সমর চন্দ্র দাস, শিক্ষক নাছিমা ছাদিয়া, সংগঠক রোকেয়া বেগম ও রাহেলা বেগম।
এই কমিটি গঠনের পূর্বে সদস্যরা সম্মতি প্রকাশ করেন যে, যদি বিশ্বনাথ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোন লোক মারা যান তাহলে তার লাশ সৎকারে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তারা কাজ করবেন।