বিশ্বনাথনিউজ২৪ :: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের উদ্যোগে সিলেটের বিশ্বনাথে মৃত্যুদাবীর ৩ লাখ ১৯ হাজার ১৫০ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার মৃত্যুবরণকারী দুই বীমা গ্রাহকদের বাড়িতে গিয়ে কোম্পানীর পক্ষ থেকে গ্রাহকের মনোনীত নমিনীর হাতে মৃত্যুদাবীর চেক হস্তান্তর করা হয়।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের পক্ষে কোম্পানীর বিশ্বনাথ জোনের জোন প্রধান আবদুল মুতলিব মতিন, সহকারী জোন প্রধান তাজিরুন নেছা ও ডিসি সুমা রাণী দাশ মৃত্যুবরণকারী বীমা গ্রাহক বিশ্বনাথ নতুন বাজারের টিএনটি রোডের ব্যবসায়ী সারোয়ার হোসেনের নমিনীর হাতে ১ লাখ টাকার এবং গড়গাঁও গ্রামের নোহা গাড়ী চালক ফজর আলীর নমিনীর হাতে ২ লাখ ১৯ হাজার ১৫০ টাকার মৃত্যুদাবীর চেক হস্তান্তর করেন।