AM-ACCOUNTANCY-SERVICES-BBB

৩৩৩-এ মহিলার কল : ত্রাণ নিয়ে বাসায় হাজির ইউএনও

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: এপ্রিল - ৩ - ২০২০ | ১: ০৩ পূর্বাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: করোনা ভাইরাসের সংকটময় মুহুর্তে অনেক কর্মজীবী অসহায় ও দরিদ্র পরিবারে চলছে খাবারের তীব্র সংকট। তেমনি সিলেটের বিশ্বনাথ উপজেলার সদরের পূর্ব চান্দশিরকাপন গ্রামস্থ খান স’মিলের পার্শ¦বর্তি একটি বাসার বাসিন্দা নোহা গাড়ির চালক সুহেল আহমদের পরিবারেও।

গাড়ি চালাতে না পারায় স্ত্রী ও ৪ সন্তান নিয়ে করুণ অবস্থায় পড়েছেন সুহেল। ঘরে কোন খাবার না থাকায় সন্তানদের কথা চিন্তা করে ‘৩৩৩’ নাম্বারে কল করে সরকারি ত্রাণের জন্য সাহায্য চান সুহেল আহমদের স্ত্রী।

কল শেষ হওয়ার কিছু সময়ের মধ্যেই সরকারি নির্দেশনায় সুহেলের বাসায় ত্রাণ নিয়ে হাজির হন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান। তিনি চালক সুহেলের স্ত্রীর হাতে তুলে দেন ত্রাণের ব্যাগটি। এতে ছিল ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ২ লিটার তেল, ১টি সাবান।

এসময় ইউএনও’র সাথে ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব আহমেদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহবুব আলম শাওন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান।

আরো সংবাদ