Search
Close this search box.

বিশ্বনাথে দুস্থদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় করোনা সংকটে কর্মহীন দুস্থদের মাঝে আজও ত্রাণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সোমবার সকালে সদরে ভিক্ষুকদের মধ্যে ও বিকেলে উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল, খাজান্সি ইউনিয়নের জয়নগর, গোবিন্দনগর, কান্দিগাঁও ও তেলিকোনা গ্রামের ২৫টি পরিবারের মধ্যে এ খাদ্য সহায়তা দেয়া হয়। প্রত্যেক পরিবারকে দেয়া হয় ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু ও ২ লিটার তেল।

এসময় নিজ নিজ ঘরে অবস্থান ও  সামাজিক দুরত্ব বজায় রাখতে জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরীর প্রচারণা চালায় সেনাবাহিনী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান, সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব আহমেদ, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট মো. কাউসার, রামপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসাইন, খাজান্সি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহবুবুল হক শাওন ভূঁইয়া, বিশ্বনাথ পুলিশ স্টেশনের উপ-পরিদর্শক অরূপ সাগর, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, কোষাধ্যক্ষ পাভেল সামাদ, খাজান্সি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিজাজুল হোসেন, উপজেলা যুবলীগ নেতা সায়েদ মিয়া, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি কাউসার আহমদ, পার্থ সারথি দাস পাপ্পু প্রমূখ।

আরও খবর