AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে ডাক্তার-নার্স-সাংবাদিকদের পিপিই দিলেন সাবেক এমপি এহিয়া

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মার্চ - ২৯ - ২০২০ | ৯: ১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকদের ব্যক্তিগত সুরক্ষা পোষাক (পিপিই) প্রদান করেছেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া।

করোনাভাইরাস থেকে নিজেদের সুরক্ষিত রেখে যাতে স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার ও নার্সরা রোগীদের চিকিৎসা সেবা প্রদান এবং সাংবাদিকরা যাতে সংবাদ সংগ্রহ করতে পারেন সে জন্যই ব্যক্তি পক্ষ হতে রোববার দুপুরে তিনি এই পিপিই প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা পরিষদ সদস্য মাওলানা সহল আল রাজী চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুর রহমান মুসা, মেডিকেল অফিসার ডাঃ মারিয়া তামান্না, ডাঃ ফারজানা ইয়াসমিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য নূর উদ্দিন প্রমুখ।

আরো সংবাদ