Search
Close this search box.

বিশ্বনাথে কর্মহীন ৩৫টি পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন দুই তরুণ

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের কর্মহীন হয়ে পড়া ৩৫টি পরিবারের সদস্যদেরকে খাদ্য সামগ্রী দিয়েছেন দুই তরুণ। শনিবার সকালে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি রেদওয়ান করিম মাছুম ও ব্লুস্কাই ক্যাবল সার্ভিসের সত্ত্বাধিকারী শেখ রুমেল আহমদ ব্যক্তিগত উদ্যোগে তাদের নিজ গ্রামের অসহায় মানুষদের মধ্যে এ সহায়তা দেয়া হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, পিয়াজ, আলু ও নিয়মিত হাত পরিস্কার করার জন্য সাবান।

এব্যাপারে রেদওয়ান করিম মাছুম ও শেখ রুমেল আহমদ জানান, করোনা প্রতিরোধে এলাকার শ্রমজীবি মানুষের কথা চিন্তা করেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস। তারা তাদের সাধ্য মতো খাদ্য সহায়তা এসব শ্রমজীবি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। সেই সাথে চেষ্টা করেছেন সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি করার। অভাবী মানুষগুলো যেন খাবারের অভাবে কষ্টে না ভোগে, এজন্যে সকলের উচিত নিজ নিজ অবস্থান থেকে আশপাশের কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো।

খাদ্য সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন (বিইউজে)’র সভাপতি সাইফুল ইসলাম বেগ, হযরত শাহ জালাল (রহ:) যুব সংঘের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বেগ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম আহমদ, সদস্য হাবিব আহমদ রিজু, মোজাহিদ হোসেন প্রমূখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত