বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে উপজেলার ইলিমপুর জামে মসজিদ পুননির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বাদ জুম্মা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ভিত্তিপ্রস্থর স্থাপনকালে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য এস এম নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকি খান, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল মতিন, কার্যনির্বাহী সদস্য আকবর আলী, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান, ইলিমপুর জামে মসজিদের মুতওয়াল্লী আবদুল হালিম শিকদার, জনমঙ্গল ঈদগাহ ময়দান মসজিদের ইমাম নাজিম উদ্দিন, এক্সিম ব্যাংক বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক ছয়ফুর রহমান সিকদার, সংগঠক মাওলানা ফয়জুর রহমান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী দয়াল উদ্দিন তালুকদার, যুবলীগ নেতা ছায়েদ আহমদ, শেখ সালা উদ্দিন, ব্যবসায়ী শানুর আলী, তাজিমুল ইসলাম, আবদুন নূর, আবদুল আহাদ শিকদার লিটন, হক শিকদার, আশ্রব আলী শিকদার, বাবুল শিকদার, শাহাদাৎ শিকদার, জুয়েল শিকদার, প্রবাসী জাকির হোসেন চৌধুরী।