বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথে ইয়াং সোসাইটি বৃহত্তর প্রীতিগঞ্জ বাজার ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত ৬ষ্ট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের প্রীতিগঞ্জ বাজার সংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া।
উদ্বোধনী খেলায় লামাকাজী ফুটবল একাডেমিকে ট্রাইবেকারে হারিয়ে বিজয়ী হয় তেলিকোনা শিশু একাদশ।
টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি তৈমুছ আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জয়নুল আবেদীনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ শাহনুর হোসাইন, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাজাঞ্চী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শংকর চন্দ্র ধর, ইউকে-বাংলা হিউমেটারিয়ান ট্রাস্টের চেয়ারম্যান আলতাব মিয়া, যুক্তরাজ্য প্রবাসী দৌলত খান বাবুল। স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ডাঃ আফরুজ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী, উপ-পুলিশ পরিদর্শক নুর হোসেন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, খাজাঞ্চী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মুহিবুর রহমান সুইট, ইউপি সদস্য বখতিয়ার আহমদ, আমির উদ্দিন, ইয়াং সোসাইটি বৃহত্তর প্রীতিগঞ্জ বাজার ক্রীড়া সংস্থার উপদেষ্ঠা হাজী ইদ্রিস আলী, আব্দুল গফুর, জমির আলী।
এছাড়া আওয়ামী লীগ নেতা তারুজ আলী, আব্দুর রব, সমুজ মিয়া, টুর্নামেন্ট আয়োজক কমিটির সিনিয়র সহ সভাপতি লালু মিয়া, সহ সভাপতি শফিক খান, প্রচার সম্পাদক শহিদ খান আতা সহ অনেকেই উপস্থিত ছিলেন।