বিশ্বনাথনিউজ২৪ :: ভারতে মুসলিম হত্যা ও মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলা আনজুমানে আল-ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে স্থানীয় আলিয়া মাদ্রাসা মাঠে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
উপজেলা আল-ইসলাহ সভাপতি তালুকদার ফয়জুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকমল হোসাইন শাকুর ও তালামীযে ইসলামিয়ার সাধারণ সম্পাদক হোসাইন আহমদ রাজনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, জেলা আল-ইসলাহ নেতা মাওলানা আকতার আলী, সিলেট পশ্চিম জেলা তালামীযের সহ-সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, উপজেলা মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি সূফি শামছুল ইসলাম।
মিছিল ও সমাবেশে উপজেলা আল-ইসলাহ সহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান, লতিফিয়া ক্বারী সোসাইটির সভাপতি মাওলানা আব্দুল মছব্বির, সাধারণ সম্পাদক মাওলানা মনজুর আহমদ, মাসিক অভিযাত্রিক সম্পাদক মাওলানা কবি রফিকুল ইসলাম মুবিন, উপজেলা তালামীযে ইসলামিয়ার সভাপতি আব্দুল মুক্তাদির ফয়ছল, মিলাদুন্নবী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক চৌধুরী আলী আনহার শাহান, আল-ইসলাহ নেতা মাওলানা আব্দুল মোমিন, তেরাব আলী, হাফিজ হাফিজুর রহমান শিপন, হারুনুর রশীদ, হাফিজ নাঈম আহমদ, শিপু আহমদ সহ আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।