AM-ACCOUNTANCY-SERVICES-BBB

খাজাঞ্চী ইউনিয়নে উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাই কার্যক্রমের উদ্বোধন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মার্চ - ৩ - ২০২০ | ১০: ৫৬ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় উন্মুক্ত পদ্ধতিতে নতুন উপকারভোগী নির্বাচনের জন্য বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীদের বাছাই কার্যক্রম চলছে। মঙ্গলবার উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে উন্মুক্ত পদ্ধতিতে শুরু হওয়া বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া।

উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ২০১৯-২০২০ অর্থবছরের বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীত মহিলা এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রমের উন্মুক্ত পদ্ধতিতে এই ভাতাভোগী বাছাই করা হচ্ছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে বাছাই কার্যক্রমের উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ-আল জুবায়ের, বীর মুক্তিযোদ্ধা মকদ্দছ আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নুর, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, বৃহত্তর জেদ্দা আওয়ামী পরিবারের সভাপতি আরশ আলী গণি, ইউপি সদস্য বখতিয়ার আহমদ, আমির উদ্দিন, মিছিরুল ইসলাম, আব্দুল মতিন, আওয়ামী লীগ নেতা সানুর মিয়া, সালেহ আহমদ, ফয়ছল আহমদ তালুকদার, যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, মঈন উদ্দিন, মাতিন মিয়া, নজরুল ইসলাম, রহমত আলী, স্বেচ্ছাসেবকলীগ নেতা সিজিল মিয়া, ছাত্রলীগ নজরুল ইসলাম প্রিন্স প্রমুখ।

আরো সংবাদ