Search
Close this search box.

জাতীয় বীমা দিবসে বিশ্বনাথে র‌্যালী-আলোচনা সভা

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: ১ম জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বীমা দিবসে শপথ করি উন্নত দেশ গড়ি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিআরডিবি মিলনায়তন প্রাঙ্গন থেকে র‌্যালীটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর বিশ্বনাথ শাখার ইন-চার্জ হেলাল আহমদ লিটনের পরিচালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, মেরিট কেয়ার স্কুলের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর এরিয়া ম্যানেজার ও ভাইস প্রেসিডেন্ট জাফর আহমদ, বিশ্বনাথের জোনের জোনাল ইন-চার্জ আবদুল মুতলিব মতিন, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর বিশ্বনাথ শাখার ইন-চার্জ নূর উদ্দিন, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর বিশ্বনাথ শাখার ইন-চার্জ মাহতাব উদ্দিন।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর আবু বক্কর, গীতাপাঠ করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর হৈমন্তি দাশ, স্বাগত বক্তব্য ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদুর রহমান। সভার সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর জোনাল ইন-চার্জ তাজিরুন নেছা। সভায় বক্তারা বলেন, রাজনীতি করার বাইরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর’র রহমান একমাত্র বীমা পেশার সাথে সম্পৃক্ত হয়ে ছিলেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকার বীমার পেশার উন্নতির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এছাড়া জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে বীমার বিকল্প নেই, তাই নিজেদের প্রয়োজনেই বীমা করায় আমাদেরকে এগিয়ে আসতে হবে।
র‌্যালী ও সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী, ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীসহ বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানীর বীমাকর্মী উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত