Search
Close this search box.

বিশ্বনাথে মোদির কুশপুত্তলিকা দাহ : মিছিল-পথসভা

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। ভারতে ‘মুসলিম বিরোধী’ নাগরিকত্ব আইন সিএএ’র প্রতিবাদ করায় দেশটির রাজধানীতে সহিংসতা, মুসলিম গণহত্যা-নির্যাতন ও মসজিদ-মিনারে অগ্নিসংযোগের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে নরেন্দ মোদির কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার প্রীতিগঞ্জ বাজারে আঞ্জুমানে আশিকানে মোস্তফা (সাঃ) পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে পথসভা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদীর কুশপুত্তলিকা দাহ করেন মিছিলকারীরা।

বৃহত্তর প্রীতিগঞ্জ বাজার আঞ্জুমানে আশিকানে মোস্তফা (সাঃ) পরিষদের সভাপতি মাওলানা আব্দুল করিমের সভাপতিত্বে ও বায়েজিদ আহমদের পরিচালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দারুল হাদিস সৎপুর কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য বখতিয়ার খান, গয়াস উদ্দীন খান, সৎপুর মাদ্রাসার হোসাইনিয়া ছাত্র সংসদের ভি.পি শামীম আহমদ। বক্তব্য রাখেন মাওলানা কয়েছ আলী, মাওলানা শহিদুর আলম, মাওলানা কাওছার আহমদ, তালামীয নেতা মাওলানা এখলাছুর রহমান।

মিছিল ও পথসভায় এলাকার বিভিন্ন শ্রেণি পেশার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহন করেন।

আরও খবর