Search
Close this search box.

বিশ্বনাথে ৫শতাধিক রোগীকে মুসলিম হেল্প ইউকে’র ফ্রি চিকিৎসাসেবা প্রদান

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে প্রায় ৫শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে ইন্টারন্যাশনাল চ্যারিটি সংস্থা মুসলিম হেল্প ইউকে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্বনাথ উপজেলার মোরার বাজারস্থ সংস্থার প্রস্তবিত এম এইচ সেন্টারের নিজস্ব জায়গায় ফ্রি মেডিকেল ক্যাম্পে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ক্যাম্পে চিকিৎসা প্রদানের পাশাপাশি রোগীদের বিনামূল্যে ঔষধ ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। দিনব্যাপী অনুষ্ঠিত ক্যাম্পে মেডিসিন, মাতৃত্ব্যকালিন, পঙ্গুত্ব ও শিশু রোগ বিশেষজ্ঞ ১২জন চিকিৎসক রোগীদের সেবা প্রদান করেন।

মুসলিম হেল্প ইউকে’র চেয়ারম্যান আব্দুছ ছোবহান’র সভাপতিত্বে ও কো-অর্ডিনেটর আখলাকুর রহমান পান্না’র পরিচালনায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা: খলিলুর রহমান, ডা: মুস্তাক আহমদ রুহেল, ডা: মাহফুজ কায়ছার, ডা: হাফিজ আলী আসাদ, ডা: দিলোয়ার হোসেন, ডা: ইসতিয়াক আহমদ, ডা: পরাগ দত্ত চৌধুরী, ডা: ফাতেমা লোদী, ডা: রায়হানা আক্তার লোপা, ডা: হানিফা আক্তার, ডা: মাছুমা আক্তার, ডা: উম্মে জায়েদা সুমি।

অনুষ্ঠানে শিক্ষানুরাগী আব্দুল ওদূদ বিএসসি, মুসলিম হেল্প ইউকে’র বাংলাদেশ প্রতিনিধি আব্দুস সালাম, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার ফজর আলী, ব্যবসায়ী রফিকুল ইসলাম, সংগঠক মুজিবুর রহমান, ইউনুছ আলী, শিব্বির আহমদ, জুবায়ের আহমদ, জুয়েল মিয়া, দিলওয়ার হোসেন সজিব, আব্দুর রহমান, মো. আব্দুল্লাহ’সহ অনেকের্ই উপস্থিত ছিলেন।

আরও খবর