বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে অগ্নিকান্ডে কলোনি পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ধর্মদা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ছরকুম আলীর কলোনিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাত ৭টায় হঠাৎ করে প্রবাসী ছুরকুম আলীর কলোনিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কলোনীতে থাকা বাঁশ-পালা দিয়ে নির্মিত কয়েকটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এসময় স্থানীয় এলাকার লোকজন আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। চুলার আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়দের ধারণা।