বিশ্বনাথনিউজ২৪ :: সিলেট বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ‘১৪তম রামপাশা ইউনিয়ন ক্রিকেট লীগ-২০২০’ সম্পন্ন হয়েছে। স্থানীয় শেখপাড়া গ্রামের উত্তরের মাঠে বৃহস্পতিবার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় এসপি ক্রিকেট ক্লাবকে ৬৫ রানের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জননী ক্রিকেট ক্লাব। খেলা শেষে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।
ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরব শাহ ও ধারাভাষ্যকার মোহাম্মদ আলী লিটনের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার খাঁন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী হাজী আলতাব হোসেন, পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম হেকিম উদ্দিন, ক্রীড়া সংগঠক সাইফুর রহমান শামীম, এডভোকেট তোফায়েল আহমদ, জাহির হোসেন রাজু, রফিজ উদ্দিন, আতিকুর রহমান আতিক, হাফিজ আব্দুল কাইয়ূম, ফখরুল ইসলাম, এনামুল হক এনাম। স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাবেক সভাপতি ইসলাম উদ্দিন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠক আয়াজ আলী, দিলসুর আলী, পল্লী চিকিৎসক আব্দুল মতিন, এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল মুকিত সুমন, সদস্য ছাব্বির, শিমুল, যুবরাজ, কিনু, আনোয়ার, তোফায়েল, রাজন প্রমুখ।