বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা তাহিদুজ্জামান (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা সদরস্থ সিমেন্ট ফ্যাক্টরীর কোয়াটারে তিনি ইন্তেকাল করেন। বীর মুক্তিযোদ্ধা তাহিদুজামান বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের কর্মকলাপতি মাধবপুর (কাজিবাড়ী) গ্রামের মরহুম আব্দুর রইছ এর ৪র্থ পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার মুক্তিযোদ্ধা তাহিদুজ্জামানকে মাধবপুর শাহী ঈদগাহ ময়দানে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাযার নামাজে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, সিলেট জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সম্পাদক ময়নুল হকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংধস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।