বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা তাহিদুজ্জামান (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা সদরস্থ সিমেন্ট ফ্যাক্টরীর কোয়াটারে তিনি ইন্তেকাল করেন।
বীর মুক্তিযোদ্ধা তাহিদুজামান বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের কর্মকলাপতি মাধবপুর (কাজিবাড়ী) গ্রামের মরহুম আব্দুর রইছ এর ৪র্থ পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমে ছোট ভাই সাবেক ইউপি সদস্য রাহিদুজ্জামান রিদু জানান, মুক্তিযোদ্ধা তাহিদুজ্জামানের মরদেহ নিজ গ্রামের বাড়িতে নিয়ে আসতে পরিবারের সদস্যরা ছাতক গিয়েছেন। তারা সেখান থেকে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসবেন। আগামীকাল শনিবার বেলা ২টায় নিজ বাড়িতে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে এবং জাযানা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।