বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে ঘরের তালা ভেঙ্গে গরু চুরি যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার (১৭ ফেব্রুয়ারী) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর ধর্মদা (নোয়াগাঁও) গ্রামের রিয়াজ উদ্দিন তালুকদারের দুটি গরু নিয়ে যায় চোরেরা। পরদিন মঙ্গলবার রাতে এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। গরু দুটির আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা বলে জানা গেছে।
বিশ্বনাথ থানার অফিসার ইন চার্জ (ওসি) শামীম মুসা বলেন, তদন্ত সাপেক্ষে এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।