বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা সোমবার (১০ ফেব্রুয়ারী) সকালে বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা করার পাশাপাশি সভাকে অবহিত করা হয়, অধ্যক্ষের দায়িত্ব পালনে চরম অবহেলার কারণে তেলিকোনা এলাহাবাদ আলীম মাদ্রাসার উশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে আরো সচেতন হতে হবে। বার্ষিক ওরুসগুলোতে ধর্মীয় দিক ঠিক রেখে ভক্তিমূলক গান পরিবেশিত হবে, তবে কোন প্রকার অসংস্কৃতি বা মদ-গাঁজা সেবনকে প্রশ্রয় দেওয়া হবে না।
সভায় বক্তারা বলেন, খাজাঞ্চী নদী পুনঃখননে চরম অনিয়ম-দূর্নীতি করার পাশাপাশি লুটপাট করা হচ্ছে সরকারি ভূমিতে থাকা লাখ লাখ টাকার গাছ। তেলিকোনা গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া বাবনী খাল অবৈধ দখল থেকে মুক্ত করে এলাকার কৃষিকে এগিয়ে নেওয়ার আহবান করা হয়। রামপাশা-আশুগঞ্জ সড়কের পার্শ্বে থাকা ১০/১৫টি সরকারি গাছ কর্তন করে বাসা নির্মাণকারী ইয়াবা স¤্রাট তবারক আলী ওরফে ইয়াবা সুমনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের, কাদিপুরে অবৈধভাবে গড়ে উঠা গালাগলানোর কারখানা বন্ধ করার, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা চিন্তা করে এসএসসি/এইচএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে বাদ দেওয়ার ও দ্রুত মেয়াদ উত্তীর্ণ বাজার কমিটিরগুলোর নির্বাচন আয়োজন করার দাবী জানানো হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া। বক্তব্য রাখেন থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ-আল জুবায়ের, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক কামাল মুন্না, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম মনোহর আলী, বিশ্বনাথ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুমান আহমদ, বিশ্বনাথ সরকারি কলেজের অধ্যক্ষের প্রতিনিধি গোলাম মোস্তফা, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সামিউল কবির, ব্লাস্টের উপজেলা কো-অর্ডিনেটর গীতা রাণী মোদক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুর রহমান মুসা, শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, আনসার-ভিডিপি কর্মকর্তা আমির হোসেন, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঁইয়া, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, উপজেলা হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর প্রমুখ।