বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের সাব-রেজিস্ট্রার সহিবুর রহমান প্রধানের বিদায় উপলক্ষে সংবর্ধনা করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে বাংলাদেশ দলিল লেখক সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার আয়োজনে দলিল লেখক সমিতির অফিসে এ সংবর্ধনা প্রদান হয়।
বিশ্বনাথ দলিল লেখক সমিতির সভাপতি কলমদর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমদের পরিচালনায় প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদায়ী সাব-রেজিস্ট্রার (খন্ডকালিন) সহিবুর রহমান প্রধান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবাগত সাব-রেজিস্ট্রার আবদুল কাইয়ুম মজুমদার, কোম্পানীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার জামাল উদ্দিন। বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি ও প্রবীণ দলিল লেখক আলহাজ্ব ফয়জুর রহমান, দলিল লেখক সমিতির প্রধান নির্বাচন কমিশনার হাজী নিয়াজ আলী।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা দলিল লেখক সমিতির সহ-সভাপতি সাকির আলী, সহ-সাধারণ সম্পাদক শংকর চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক আবদুল মালিক, অর্থ সম্পাদক লুৎফুর রহমান জুয়েল, প্রচার সম্পাদক বলাই চন্দ্র বিজয়, দপ্তর সম্পাদক আপ্তাব উদ্দিন, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক বদর নূর খান, সদস্য রিপন দাশ, সাইদুল ইসলাম, সাইফুল ইসলাম, মারুফ আহমদ, আবদুল মজিদ, আবেদুর রহমান আছকির, শামছুল কবির, সাজিদ আলী, শংকর ধর, দিলোয়ার হোসেন আহমদ, মুহিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন দলিল লেখক সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল খালিক। অনুষ্ঠানে সংবর্ধিত সাব-রেজিস্ট্রারকে ক্রেষ্ট ও নবাগত সাব-রেজিষ্ট্রারকে ফুল দিয়ে বরণ করা হয়।