বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে গ্রেটার সিলেট ডেভলাপমেন্ট এসোসিয়েশন-ইউকে নর্থ রিজনের নেতৃবৃন্দকে সংবর্ধনা ও হতদরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কারিকোনা গ্রামে অবস্থিত হযরত ওমর ফারুক (রা.) একাডেমীতে গ্রেটার সিলেট ডেভলাপমেন্ট এসোসিয়েশন-ইউকে নর্থ রিজনের নেতৃবৃন্দের আগমন উপলক্ষে একাডেমীর উদ্যোগে একাডেমীর মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়।
বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও একাডেমীর প্রিন্সিপাল আখতার ফারুকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তি যুক্তরাজ্য কিথলী টাউনের কাউন্সিলর নেছার আলী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আসক আলী, তৈমুছ আলী, সেলিম মিয়া, নজরুল ইসলাম, ইছবর আলী, নজরুল আলী, জুনেদ আলী সুহেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারি ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, দোয়ারবাজার উপজেলার গোগলা ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, বিশ্বনাথ প্রেস ক্লাব সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, আল-আবরার প্রাইভেট লিমিটেডের এমডি ফখরুল ইসলাম খান, হেকত্রার এডুকেশনের এমডি আবদুল কাদির সুমন, একাডেমীর পরিচালনা কমিটির সদস্য এখলাছুর রহমান, বিশ্বনাথ ফেমাস লেখক ফোরামের সাধারণ সম্পাদক শাহিন উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন রাজনীতিবিদ জসিম উদ্দিন জুনেদ, কারিকোনা গ্রামের মুরব্বী সিরাজ আলী, সুরুজ আলী, মতছির আলী, রইছ আলী, তরুণ সমাজসেবক ওয়াব আলী, বাবুল মিয়া, সোনাফর আলী, জুনাব আলী, তরুণ সংগঠক ইমরান আহমদ, মিজানুর রহমান ইয়ামিন, নাঈম আহমদ, রাজু আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন একাডেমীর ছাত্র কিবরিয়া। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ও অন্যান্য অতিথিরা এলাকার প্রায় তিন শতাধিক হতদরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।