Search
Close this search box.

দৌলতপুর ইউনিয়ন প্রিমিয়ার ক্রিকেট লীগের ফাইনালে পিসিসি চ্যাম্পিয়ন

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন প্রিমিয়ার ক্রিকেট লীগের (সিজন-২) ফাইনাল খেলা, পুরস্কার বিতরণ ও সিজন-৩ এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৮ ফেব্রয়ারী) বিকেলে স্থানীয় সিঙ্গেরকাছ বাজার সংলগ্ন মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। ফাইনালে পিসিসি-পশ্চিমগাঁও ৫৯ রানের ব্যবধানে নতুন কুঁড়ি ক্রিকেট কাব-সিংরাওলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

দৌলতপুর ইউনিয়ন প্রিমিয়ার লীগ আয়োজক কমিটির সভাপতি আনছার আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল আহমদ ও ধারাভাষ্যকার দিলশাদ আলীর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া। উদ্বোধকের বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমির আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবারক আলী, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব শফিক মিয়া, হাসিন উজ্জামান নুরু, কানসাই নোরালাক পেইন্টস বাংলাদেশ লিমিটেড সিলেট ডিভিশনের ডেপুটি ম্যানেজার রুহুল আমীন। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির ক্রীড়া সম্পাদক আলী হোসেন জুনেল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী আঙ্গুর মিয়া, আলী হায়দার রাজন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিখিল পাল, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক হাফিজ আরব খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের মেম্বার গোলাম হোসেন, ইরন মিয়া, নূর উদ্দিন, সাবেক মেম্বার আবারক আলী, বিশ্বনাথ ওয়ালটন প্লাজার ব্রাঞ্চ ইনচার্জ (এসআরপিও-২) জাকির হোসেন, ক্রীড়া সংগঠক ফুজায়েল আহমদ জনি, তামিম আহমদ, নজরুল ইসলাম, যুবলীগ নেতা সায়েদ আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক একেএম তুহেম, ধারাভাষ্যকার মোহাম্মদ আলী লিটন, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত