AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে খাজাঞ্চি একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় অনুষ্ঠিত

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ফেব্রুয়ারি - ৫ - ২০২০ | ৫: ১০ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ‘খাজাঞ্চি একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয়’র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

খাজাঞ্চি একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয়’র ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবদুল হান্নানের সভাপতিত্বে সহকারি শিক্ষক মুহিবুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রেজারার আজম খান। বক্তারা বলেন, এতদঞ্চলের শিক্ষার উন্নয়নের অগ্রণী ভূমিকা পালন করছে খাজাঞ্চি একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয়। প্রতিটি পরীক্ষা ও বৃত্তির ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন বিদ্যালয়টির শিক্ষার্থীরা। সম্প্রতি এ বিদ্যালয়ের চারজন শিক্ষার্থী বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের বৃত্তি পেয়ে তাদের মেধার পরিচয় দিয়েছেন। খাজাঞ্চি একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয়সহ উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদেরকে অতীতের ন্যায় বর্তমান ও ভবিষ্যতে সর্বাত্মক সহযোগিতা করে যাবে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোস্তাক আহমদ মোস্তফা, বাতিঘর’র সাবেক সভাপতি মুহা. গোলাম মোস্তফা। শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র তানভীর আহমদ, স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাস। জাতীয় সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্রী নিপা ও তার দল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাজাঞ্চি একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শওকত আলী, হিরন মিয়া, মানিক মিয়া, আল-আমিন, আবুল কালাম, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য নুর উদ্দিন, সংগঠক আবদুস সালাম মুন্না, আফজল আহমদ, বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু ইসহাক, দৌলত মিয়া, আজিজুর রহমান, জুনায়েদ মিয়া, রেশমা বেগম, শাহ আনোয়ার প্রমুখ।

আরো সংবাদ