বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সদলপুর-তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মুহিবুর রহমান (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…..রাজিউন)। তিনি সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় উপজেলার ধীতপুরস্থ গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্বাীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বাদ আছর জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন করা হয়েছে। জানাযার নামাজে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে, মুহিবুর রহমানের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, পিটিএ কমিটি ও সদলপুর তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।