বিশ্বনাথনিউজ২৪ :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের ৩ শতাধিক অসহায়-গরীব শীতার্থ মানুষের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে শীতের কম্বল বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ছয়ফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী, স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল হিরণ, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার লাকি বেগম প্রমুখ।