বিশ্বনাথনিউজ২৪ :: সিলেট বিশ্বনাথ উপজেলার সালিশ ব্যক্তিত্ব, সদর ইউনিয়ন আওয়ামী লীগ-নতুন বাজার বণিক কল্যাণ সমিতি ও হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি হাজী মবশ্বির আলী (৭৫) আর নেই। তিনি শুক্রবার সকাল ৯.১৫ মিনিটের মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ৪ কন্যা ও নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
শুক্রবার বাদ আসর বিশ্বনাথ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন মাদ্রাসার শায়েখুল হাদিস মাওলানা ফজলুর রহমান খান।
জানাযার নামাজ পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী মজম্মিল আলী, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নূরুল হক ও মরহুমের পুত্র সুন্দর আলী।
মরহুমের জানাযার নামাজে বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক মিয়া, সিলেট জেলা পরিষদের সদস্য মাওলানা সহল-আল রাজী চৌধুরী, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ-নূর উদ্দিন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী, জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক কাজী আবদুল ওয়াদুদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, মকদ্দছ আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন, সহ দপ্তর সম্পাদক নূরুল হক মেম্বার, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক হাজী আবদুল হাই, সদস্য শামসুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়ের আমীর মাস্টার ইমাদ উদ্দিন, উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব ফয়জুর রহমান, উপজেলা আল-ইসলাহ সভাপতি ফয়জুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শেখ নূর মিয়া, বাবরুছ আলী, বশারত আলী বাছা, বশির উদ্দিন, ফজর আলী মেম্বার, রফিক হাসান মেম্বার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক শেখ কবিরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, বিশ্বনাথ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ, সাবেক মেম্বার আবদুস শহিদ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক নূরুল ইসলাম, পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন মিয়া, সাবেক সভাপতি শেখ মনির মিয়া, যুবনেতা শাহ আলম খোকন, সায়েদ আহমদ, ছাত্রনেতা আমির আলী, নাজিম উদ্দিন, শাহজাহান, বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আহমদ প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।