বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে প্রায় ১ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে উপজেলার ‘পাড়–য়া-তেরাচাপা-মিরেরচর রাস্তা’ পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃস্পতিবার সকালে উপজেলা দৌলতপুর, উত্তর দৌলতপুর, হাসনাজি ও পাড়ুয়া গ্রামবাসীর উপস্থিতিতে প্রায় ২২শত মিটার দৈর্ঘ্যরে সড়কের পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়।
রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন চৌধুরী আয়না মিয়া বলেন, ৭১’র মহান মুক্তিযুদ্ধ না হলে এদেশ স্বাধীন হতনা। দেশ স্বাধীন হওয়ায় আমরাও আজ স্বাধীনতার সুফল বোগ করছি। যার ফলে দীর্ঘদিন অবহেলিত থাকার পর পাকাকরণ হচ্ছে আমাদের সড়কটি। এজন্য বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ও বর্তমান স্থানীয় জনপ্রতিনিধি, প্রবাসীসহ সড়কের উন্নয়ন কাজে জড়িত সংশ্লিস্ট সবার প্রতি কৃতজ্ঞ এলাকাবাসী।
দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলীর সভাপতিত্বে ও সংগঠক জাহেদুর রহমান তালুকদারের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলাকার প্রবীন মুরব্বী আবদুল আহাদ, আশ্রব আলী, ইমান আলী, আবুল বশর চৌধুরী, হাজী নোয়াব আলী, আবুল ফাত্তাহ তৈয়ব মিয়া চৌধুরী, বাবুল মিয়া মাস্টার, যুক্তরাজ্য প্রবাসী তারিছ মিয়া। স্বাগত বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের স্থানীয় ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন ধন মিয়া।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আতিক মিয়া, সুহেল চৌধুরী, আবদুল্লাহ, লিটন মিয়া, ছমির মিয়া, আবদুল মানিক, ফারুক মিয়া, মখছির আলী, ছনুফর আলী, সমছুল হক, ছুরত আলী, শেখ রিপন, ময়না মিয়া, রফিক মিয়া, জাইদুল ইসলাম, লুৎফুর রহমান, শামীম আহমদ, শরফ আলী, মাশুক মিয়া, আবদুস শহিদ, রিপন মিয়া, আনর আলী, আবদুল খালিক, আলী হোসেন, আমির আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, উপজেলা সদরের সাথে এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ করার লক্ষ্যে আমাদের পূর্বপুরুষরা সড়কটি নির্মাণ কাজ শুরু করেন। আর আজ শুরু হওয়া পাকাকরণ কাজের উদ্বোধনের মাধ্যমে এর সুফল পাওয়ার আশ্বাস পাওয়া যাচ্ছে। সিলেট-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলীসহ সাবেক-বর্তমান সকল জনপ্রতিনিধি, এলাকার বিত্তবান ও প্রবাসীবৃন্দসহ যাদের অবদানে সড়কটি সম্পন্ন হচ্ছে বা হবে তাদের কাছে এলাকাবাসীর কৃজ্ঞতার শেষ নেই।