AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে প্রবাসী পরিবারের অর্থায়নে ৩ শতাধিক শীতার্ত মানুষকে কম্বল প্রদান

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ২৬ - ২০১৯ | ৬: ৩৩ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব সুন্দর আলীর পরিবারের অর্থায়নে তিন শতাধিক অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার  (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার রামপাশা ইউনিয়নের আজিজনগর (কাদিপুরস্থ) দারুল হিক্মাহ ইসলামিক একাডেমী ও এতিমখানায় আনুষ্ঠানিকভাবে এই কম্বল বিতরণ করা হয়।

একাডেমী এতিমখানার পরিচালক মাওলানা আব্দুর রহীমের সভাপতিত্বে এবং শিক্ষা সচিব মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সুন্দর আলী, আল ইত্তেহাদ সমাজ কল্যাণ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন।

অনুষ্ঠানে এলাকার কাদিপুর, দশদল, আজিজনগর, চক রামপ্রসাদ, আমতৈল, দশপাইকা, ধনপুর ও আনরপুর গ্রামের প্রায় তিন শতাধিক অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল-ইখওয়ান সমাজকল্যাণ সংস্থার সভাপতি লোকমান আহমদ, সাধারণ সম্পাদক রুবেল আহমদ প্রমুখ।

আরো সংবাদ