AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে ‘অপরাজিতা : নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ বিষয়ক কর্মশালা

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: নভেম্বর - ১১ - ২০১৯ | ৬: ০২ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে প্রিপ ট্রাস্টের উদ্যোগে ‘অপরাজিতা : নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ প্রকল্পের ‘যোগাযোগ দক্ষতা উন্নয়ন বিষয়ক অবহিতকরণ ও রাজনৈতিক দলের  সাথে সংলাল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা বিআরডিবি মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়ে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে এবং প্রিপ ট্রাস্টের জেলা প্রোগ্রাম কো-অডিনেটর ইষতেহার হোসেন মৃধা ও প্রকল্প কর্মকর্তা শিহাবুল ইসলাম খানের যৌথ পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, জেলা জাতীয় পার্টির সদস্য বাদশা মিয়া, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আফিয়া রশিদ, উপজেলা মহিলা দলের আহবায়ক নূরুন্নাহার ইয়াসমিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-৩ লাকী বেগম। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রিপ ট্রাস্টের ক্লাস্টার এন্ড ক্যাপাসিটি বিল্ডিং কো-অডিনেটর কামরুল ইসলাম।

কর্মশালায় অংশগ্রহনকারীদের বিভিন্ন প্রশ্নের জবাবে ও সমাজকে এগিয়ে দিতে করণীয় সম্পর্কে বক্তারা বলেন, সকল প্রকারের সমালোচনাকে পেছনে ফেলে নিজেদের অধিকার আদায়ের জন্য নারীদেরকেই এগিয়ে আসতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে নারীরা নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। বাল্যবিবাহ-মাদকমুক্ত সমাজ গঠনে পুরুষের পাশাপাশি নারীদেরকে অগ্রহী ভূমিকা পালন করতে হবে। পুত্রের বিয়েতে পিতা বা পরিবারের অন্য কেউ যাতে যৌতুক না দেন সেজন্য পিতা বা পরিবারের সদস্যদেরকে উৎসাহিত করতে হবে মায়েদেরকেই।

আরো সংবাদ