AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে মুক্তিযোদ্ধাদের হাতে ঈদের উপহার সামগ্রী তুলে দিলেন শফিক চৌধুরী

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ১০ - ২০১৯ | ৩: ১৪ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: ঈদুল আযহা উপলক্ষে সিলেটের বিশ্বনাথে ‘বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের’ হাতে ঈদের উপহার সামগ্রী তুলে দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। শনিবার সকালে উপজেলা সদরস্থ সওজের ডাকবাংলা প্রাঙ্গনে নিজের ব্যক্তিগত পক্ষ থেকে প্রতি বারের ন্যায় ওই উপহার সামগ্রী তুলে দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে শফিক চৌধুরী বলেন, কখনও কোন কিছুর মাধ্যমেই জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ঋন পরিশোধ করা যাবে না। শুধু মাত্র আমরা আমাদের অবস্থান থেকে তাঁদেরকে তাঁদের প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্ঠা করতে পারব। জাতির জনকের কন্যা শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকার ৭১’র রনাঙ্গনের বীর সেনানীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণী-পেশার মানুষদেরকে জাতির শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধাদের কল্যাণে এগিয়ে আসতে হবে। আওয়ামী লীগ ছাড়া যেমন জাতির উন্নয়ন সম্ভব নয়, তেমনি বিগত সময়ে আওয়ামী লীগ ছাড়া অন্য কোন রাজনৈতিক দলই মুক্তিযোদ্ধাদেরকে তাঁদের প্রাপ্য সম্মান দেয়নি।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার সদ্য যোগদানকারী অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা। শুরুতে কোরআন তেলাওয়াত করেন দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রনজিত ধর রন, সাবেক কমান্ডার তৈয়ব আলী, ডেপুটি কমান্ডার আজিজুর রহমান, প্রবাসী কমিউনিটি নেতা চেরাগ আলী, মনির আলী, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিক হাসান মেম্বার, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, আওয়ামী লীগ নেতা আনোয়ার মিয়া, আবদুন নূর, আবদুল মোমিন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, রাজু আহমদ খান, স্বেচ্ছাসেবক লীগ নেতা নিজাম উদ্দিন, সিজিল মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল, শাহ সাইদুল ইসলাম সুজা, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন, জাকির আহমদ, মিয়াদ আহমদ, আবিদুর রহমান আবিদ, মারুফ আহমদ, কয়েছ আহমদ, আশরাফ আহমদ প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

আরো সংবাদ