AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথ বিডি টোয়েন্টিফোর ডটকমকে প্রবাসীর ল্যাপটপ প্রদান

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: এপ্রিল - ২৬ - ২০১৯ | ৯: ১৮ অপরাহ্ণ

ashik

ashikঅনলাইন নিউজ পোর্টাল ‘বিশ্বনাথ বিডি ২৪ ডটকম’কে একটি ল্যাপটপ প্রদান করেছেন উপজেলার দন্ডপানিপুর (বড়বাড়ি) গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মো. আশিকুর রহমান । তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় (২৫ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে পোর্টালের সম্পাদক ও প্রকাশক তজম্মুল আলী রাজু’র হাতে ল্যাপটপ তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কয়েস আহমদ, ব্যবসায়ী হেলাল আহমদ, মো. টিপু আলী, আই.টি জোন এর পরিচালক মো. ফখরুদ্দিন।
মো. আশিকুর রহমান বলেন- খুব কম সময়ে মানুষের আস্তায় পরিণত হয়েছে ‘বিশ্বনাথ বিডি ২৪ ডটকম’। বস্তু নিষ্ট সংবাদ পরিবেশন করে দেশে-বিদেশে পাঠক প্রিয়তা লাভ করেছে পোর্টালটি। সামনের দিনগুলোতে ধারাবাহিকতা বজায় রাখবে বলে আমি আশাবাদি। তিনি বলেন-বঞ্চিত-অবহেলিত মানুষের প্রত্যাশা আর প্রাপ্তির বিষয়ে প্রতিষ্ঠা লগ্ন থেকেই পোর্টালটি আছে, ভবিষৎতে থাকবে।

আরো সংবাদ