AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: এপ্রিল - ৬ - ২০১৯ | ১২: ১৩ পূর্বাহ্ণ

5626256

5626256

বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথে অগ্নিকান্ডে ৩টি পরিবারের আধা-পাঁকা টিনসেটের বসতঘরের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৫এপ্রিল) উপজেলার দৌলতপুর ইউনিয়নের দক্ষিণ দশপাইকা (ধনপুর) গ্রামের জরিফ আলীর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে আনুমানিক ৪টায় দশপাইকা (ধনপুর) গ্রামে জরিফ আলীর বাড়িতে তার বসতঘরে হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এসময় আগুন দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দুটি পরিবারের বসতঘরেও। খবর পেয়ে ওসমানীনগর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয় লোকজনদের সহযোগিতায় চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ৩টি পরিবারের বসতঘরের যাবতীয় আসবাবপত্র।
অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আমির আলী বলেন, ৩টি পরিবারের সদস্যদের পড়নের কাপড় ব্যতিত সকল মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আরো সংবাদ