AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে সিংগেরকাছ বাজারে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মার্চ - ৩১ - ২০১৯ | ৩: ০৪ পূর্বাহ্ণ

56367314 441701643036889 5855282937011896320 n

56367314 441701643036889 5855282937011896320 nবিশ্বনাথে ৩য় সিংগেরকাছ বাজার ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন হয়েছে। শনিবার (৩০মার্চ) বিকেলে সিংগেরকাছ বাজারের পশ্চিমের মাঠে টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব‌্য রাখেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথির বক্তব‌্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।

দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবারক আলীর সভাপতিত্বে ও হাফিজ আরব খানের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ওল্ডহাম বারের কাউন্সিলার আব্দুল মালিক, প্রবাসী শফিক মিয়া, তাহিদ মিয়া কয়েছ, আজমত খান, আব্দুল হেকিম, মাসুক মিয়া, জুবেল আহমদ, এলাকার মুরব্বি আবারক আলী, আলহাজ্ব নজরুল ইসলাম, আব্দুল কাদির, আব্দুল গনি, নূর উদ্দিন, আব্দুল মজিদ, মাসুক মিয়া, আফরোজ আলী, নজরুল ইসলাম, আফজল হোসেন, ফজর আলী, খলিলুর রহমান, শফিকুল ইসলাম, ছুরাব আলী, মানিক মিয়া, ইয়াকুব আলী, ইরন মিয়া, মেম্বার নূর উদ্দিন, আব্দুল মজিদ, গোলাম হোসেন প্রমূখ।

ফাইনাল খেলায় কাউন্সিলার আব্দুল মালিক ফুটবল একাদশ করপাড়াকে ট্রাইবেকারে ৫-৪ গোলে  হারিয়ে চ্যাম্পিয়ান হয় সানজানা ফুটবল একাদশ। -বিজ্ঞপ্তি

আরো সংবাদ