Search
Close this search box.

বিশ্বনাথে এম.এ. রহিমের ৬৫ তম জন্মবার্ষিক পালন

file

সিলেট জেলার শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেছেন, মানুষ বেঁচে থাকে তার স্বীয় কর্মকান্ডের মাধ্যমে। জীবনে মানুষ ভাল কাজ করলে সবাই তাকে চির জীবন মনে রাখে। তিনি দুপুরে বিশ্বনাথ উপজেলার আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ে, বিদ্যালয়ের প্রতিষ্টাতা, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কর্মাসের সাবেক সভাপতি, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ইউ,কে এর সাবেক সভাপতি, মরহুম এম.এ. রহিম এর ৬৫তম জন্মবার্ষিকী ও বিদ্যালয়ের ২০১৫সালের এস.এস.সি উর্ত্তীন ছাত্র/ছাত্রীর সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্টিত সভায়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফ আলী আরশ এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়মান হোসেন, তালিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সিলেট লেখক ফোরামের সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল, ম্যানেজিং কমিটির সদস্য রফিক মিয়া মেম্বার, হাজী চেরাগ আলী, হাজী হীরা মিয়া। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজম আলীর সঞ্চালনায় অনুষ্টানে এম. এ. রহিম উপর কবি গৌছ আলী রচিত কবিতা আবৃত্তি করেন জাবিয়া  সুলতানা মারিয়া।

আরও খবর