AM-ACCOUNTANCY-SERVICES-BBB

ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশ্বনাথে পৃথক র‌্যালী শুক্রবার

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ২৯ - ২০১৫ | ৩: ৪৩ অপরাহ্ণ

index39

index39-300x147নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিশ্বনাথ উপজেলা ছাত্রদল (একাংশ) এক জরুরী সভা করেছে। বিশ্বনাথ উপজেলা শহরের নতুনবাজারে শাখার আহবায়ক শাহ আমিরউদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব আজাদুর রহমান আজাদের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক শাহজাহান, আমির আলী, আলী হোসেন, আব্দুস শহিদ, মহিবউদ্দিন তাজ, শিপু শিকদার, এনামুল হক, শেখ রাজন, আব্দুল মুমিন, সোহাগুর রহমান সোহাগ, হীরা মিয়া, রেজাউল করিম রাজু, খালেদুজামান, হেলাল আহমদ শিমুল, ওয়াসিমউদ্দিন, শিপন তালুকদার, মজনু মিয়া, দুলাল মিয়া, আব্দুল কাইয়ুম, সুমন, ছালিক, ইসলাম, সাহেল শাহ, আলম খান, জুনেদ, শাহ নিজাম, রোকেল, আসমত, সাঈদ, ছোরাব, নাজমুল, মাছুম আহমেদ প্রমুখ। সভায় দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলা শহরে র‌্যালী বের করার সিদ্বান্ত গ্রহন করা হয়।

আরো সংবাদ