AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বাবা হচ্ছেন তামিম ইকবাল

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ২৫ - ২০১৫ | ২: ২১ অপরাহ্ণ

Tamim21451028707

Tamim21451028707সঙ্গী বাড়ছে তামিম ইকবাল দম্পতির। পিতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন ইকবাল পরিবারের ‘ছোট্ট’ তামিম ইকবাল খান। দেশসেরা ওপেনার তামিম নিজেই তা নিশ্চিত করেছেন।

সম্প্রতি স্ত্রী আয়েশা সিদ্দীকার সঙ্গে লন্ডন ঘুরে এসেছেন তামিম ইকবাল। এক সপ্তাহ লন্ডন বেড়িয়েছেন তামিম ও আয়েশা। সফর শেষ করে তামিম বেশ ঘটা করেই বলেন, ‘স্ত্রীর সঙ্গে শেষ সফর…। এরপর তো সঙ্গে আরেকজন থাকবে..।’ অনাগত সন্তানের কথা বেশ রসিকতা করেই প্রকাশ করেন ড্যাশিং এ ওপেনার।

ক্রিকেটের জন্মভূমি খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে একমাত্র বাংলাদেশি হিসেবে সেঞ্চুরির স্বাদ পান তামিম ইকবাল। আগ্রাবাদের মোহাম্মদ ইয়াছিন ও মমতাজ বেগমের ছোট মেয়ে আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেন তিনি। স্কুলজীবনে তামিম-আয়েশার মন দেয়া-নেয়া শুরু। আট বছরের লম্বা সম্পর্ক ২০১৩ সালের ২২ জুন পরিণয়ে রূপ পায়। বিবাহবন্ধনে আবদ্ধ হন তারকা এ জুটি।

আরো সংবাদ