বার্সেলোনার হয়ে অভিষেকটা দারুণ হতে পারতো গোলরক্ষক ক্লদিও ব্রাভোর। ইতালির ক্লাব নাপোলির বিপক্ষে প্রীতি ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত দুর্দান্তই আক্রমণ রুখেছিলেন চিলির এ গোলরক্ষক। কিন্তু খেলার শেষ বাশি বাজার ১০ মিনিসট আগে মারাত্মক ভুল করে বসলেন ব্রাজিল বিশ্বকাপে দারুণ করা এই গোলরক্ষক। নাপোলির সুইস খেলোয়াড় ব্লেরিম জেমাইলির দূরপাল্লার একটি শট বাঁ দিকে ঝাপিয়ে পড়ে প্রায় রক্ষা করে ফেলেছিলেন। তিন্তু শেষ মুহূর্তে আঙ্গুল পিছলে বল জড়িয়ে যায় বার্সেলোনার জালে। সুইজারল্যান্ডের জেনেভার মাঠে তার এই ভুলেই বার্সেলোকে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়। এতে প্রাক-মওসুম প্রীতি এখন পর্যন্ত জয় বঞ্চিতই থাকলো স্প্যানিশ ক্লাবটি। আগের দুই ম্যাচেও তারা জয় পায়নি। রিয়াল সোসিয়েদাদ থেকে আসা গোলরক্ষক ক্লদিও ব্রাভোর অভিষেকটাও হলো তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে। আর জেরার্ডো মার্টিনোর পদত্যাগের পর নতুন কোচ ল্ইুস হেনরিক এখন পর্যন্ত থাকলেন জয়হীন। এদিন তরুণ দল নিয়েই মাঠে নেমেছিল বার্সেলোনা। কাতালানদের দুই তারকা লিওনেল মেসি ও নেইমার পূর্ণ প্রস্তুত না থাকায় মাঠে নামেননি এদিন। ইংলিশ ক্লাব লিভারপুল থেকে আসা লুইস সুয়ারেজও মাঠে নামেননি এদিন।