AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে লক্ষী পেঁচা আটক

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ১৮ - ২০১৪ | ২: ০৮ পূর্বাহ্ণ

2221

222বিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : বিশ্বনাথে বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্বনাথ-জগন্নাথপুর রোডের বাওনপুর নামক স্থান থেকে একটি লক্ষী পেঁচা আটক করা হয়েছে। পেঁচাটি আটক করেন প্রাইভেট কার চালক কিতেশকর। তিনি জগন্নাথপুর থানার কেশবপুর গ্রামের বাসিন্দা।
কিতেশকর জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট থেকে তিনজন যাত্রী নিয়ে তার প্রাইভেট কারে করে জগন্নাথপুর যাওয়ার জন্য বের হন। বিশ্বনাথ-জগন্নাথপুর রোডের বিশ্বনাথ থানাধীন এলাকা বাওয়ানপুর নামক স্থানে আসা মাত্রই লক্ষী পেঁচাটি গাড়ি সামনের এসে পড়ে। এসময় গাড়ি থামিয়ে তিনি পেঁচাকে আটক করে। বিশ্বনাথ বাজারে আসা মাত্রই স্থানীয় সংবাদকর্মীরা পেঁচা দেখেন। পরে বিষয়টি বন বিভাগের লোকজনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা পরে এসে পেচা নিয়ে যাবেন বলে জানান।

আরো সংবাদ