Search
Close this search box.

বিশ্বনাথে অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা-শিক্ষক সংবর্ধিত

বিশ্বনাথে অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা-শিক্ষক সংবর্ধিত
বক্তব্য রাখেছেন সদ্য অবসরে যাওয়া বিশ্বনাথ উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে সদ্য অবসরে যাওয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, শিক্ষক সিরাজ আলী, শেফালী বড়ুয়া, জ্যোতিকা ভট্টাচার্য, স্বপ্না দে ও শিবানী ভট্টাচার্যকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বিশ্বনাথ উপজেলা শাখা। বুধবার (২৩ অক্টোবর) বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাদেরকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি নুরুজ্জামান খানের সভাপতিত্বে এবং মৌলভীরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন তালুকদার ও মিরেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাকলী নন্দীর পরিচালনায় এতে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সদ্য অবসরে যাওয়া বিশ্বনাথ উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথির বক্তব্য বিশ্বনাথ ইউআরসির ইন্সট্রাক্টর আজমত উল্লাহ খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সোহেল রানা, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি বাবুল কান্তি দাস মেঘল, সংবর্ধিত ব্যক্তি পুরানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরে যাওয়া প্রধান শিক্ষক সিরাজ আলী, জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরে যাওয়া প্রধান শিক্ষক শেফালী বড়ুয়া, হাজী আরশদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরে যাওয়া প্রধান শিক্ষক জ্যোতিকা ভট্টাচার্য, মুফতিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরে যাওয়া সহকারী শিক্ষক স্বপ্না দে, চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরে যাওয়া সহকারী শিক্ষক শিবানী ভট্টাচার্য।

আরও পড়ুন: এইচপিভি টিকা পাবে বিশ্বনাথের ১৩ হাজার কি’শো’রী

আরও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার নির্বাহী সভাপতি আবুল কাহার, নোয়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃঞ্চকান্ত মালাকার, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মুজিবুর রহমান, সহসভাপতি আবু তৈয়ব বেলাল, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলী, সিনিয়র সদস্য আলিম উদ্দিন, আ.স.ম লায়েক, সঞ্জিত কুমার দেব, সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ, সাধারণ সম্পাদক বাবুল কান্ত দাস, সহসাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া, সদস্য বিমল চন্দ্র দাস, ছৈফাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্তী রানী।

বিশ্বনাথে অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শিক্ষক সংবর্ধিত ২

শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন মুন্সিররগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুল আমিন। গীতা পাঠ করেন সদলপুর তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জিত পুরকায়স্থ। স্বাগত বক্তব্য রাখেন শাখারীকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হীরেন্দ্র কুমার দাস।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সামিয়া বেগম, লিলি রানী, ইমরান উদ্দিন, আনোয়ার হোসেন, আবুল হোসেন হেলালী, বিধান রঞ্জন দাস, মুন্সী হুমায়ুন কবির, রত্মা রানী দেবী, পান্না মণি তালুকদার, কাজী আবু সায়েম, আব্দুশ শহীদ, নুরুল ইসলাম, ফয়সল আহমদ সোবাহদার, মোজাম্মেল আলী, আক্তার ফারুক

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত