Search
Close this search box.

বিশ্বনাথে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং

Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে বেশকিছু দিন ধরে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হয়ে ওঠায় সাধারণ ক্রেতারা বিপাকে পড়েছিলেন। প্রতিটি পণ্যের দাম ক্রেতাদের নাগালের বাইরে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার (২৬ অক্টোবর) দুপুরে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করে উপজেলা প্রশাসন।

বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের এই মনিটরিং কার্যক্রমের নেতৃত্ব দেন। বিশ্বনাথ পৌর শহরের বিভিন্ন বাজারে মনিটরিং চলাকালে ব্যবসায়ীরা দ্রব্যমূল্য কমিয়ে দেন। বিশেষ করে কাচামরিচ ২০০-২২০ টাকা দরে বিক্রি করলেও এসময় ৭০ টাকা কমিয়ে তারা প্রতিকেজি বিক্রি করেন ১৫০ টাকা। অভিযানের সময় অনেক ব্যবসায়ীরা দোকান ফেলেও চলে যান।

মনিটরিং চলাকালে  সবজি বাজারে গিয়ে দেখা যায়, আলু প্রতিকেজি ৬০ টাকা, ঢেড়শ ৭০ টাকা, মূলা ৭০-৭৫ টাকা, বরবটি প্রতি হাটি ৯০ টাকা, বেগুন ৭০-৮০ টাকা, সিসিঙ্গা ৭০-৭৫ টাকা, জিঙ্গা ৮০ টাকাসহ প্রতিটি নিত্যপণ্য বিক্রি চলছে।

মনিটরিংয়ের সময় আলাউদ্দিন কাদের বলেন, “নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রেতাদের নাগালের মধ্যে রাখতে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা ও অতিরিক্ত দাম নিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই অভিযানে সহকারী কমিশনারকে সহায়তা করেন বিশ্বনাথ পৌর নির্বাহী কর্মকর্তা মো. বদরুজ্জামান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ উপসহকারী কর্মকর্তা মনুজ কান্তি দেবনাথ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আবুল বশর জুয়েল, পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোতালেব হোসেন এবং থানার একদল পুলিশ সদস্য।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত