Search
Close this search box.

বঙ্গভবন এলাকায় থমথমে পরিস্থিতি, ২ প্লাটুন বিজিবি মোতায়েন

বঙ্গভবন এলাকায় থমথমে পরিস্থিতি, ২ প্লাটুন বিজিবি মোতায়েন
Facebook
Twitter
WhatsApp

রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে গতরাতের আন্দোলনের পর থেকে বঙ্গভবন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা জোরদারে বিপুল সংখ্যক পুলিশ, সেনাবাহিনী এবং ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বঙ্গভবনের সামনের এলাকাসহ আশপাশে এপিসি ও জলকামানও মোতায়েন রয়েছে।

বুধবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপ-মহাপরিচালক (মিডিয়া) কর্নেল মোহাম্মদ শরীফুল ইসলাম গণমাধ্যমকে জানান, বঙ্গভবনের নিরাপত্তা জোরদারে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বঙ্গভবন ও তার আশেপাশের এলাকায় কাঁটাতার ও ব্যারিকেড বসিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত কয়েকদিন ধরে চলা বিক্ষোভের প্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির যৌথ বাহিনী মোতায়েন রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে এপিসি ও জলকামানও রাখা হয়েছে।

সকালে নিরাপত্তা আরও জোরদার করা হলেও এখন পর্যন্ত তেমন কোনো বড় জমায়েত দেখা যায়নি। কিছু উৎসুক জনতাকে ছবি তুলতে দেখা গেলেও আইন-শৃঙ্খলা বাহিনী তাদের নিয়মিত সরিয়ে দিচ্ছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বঙ্গভবনের সামনে বিক্ষোভ চলাকালে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে পাঁচজন আহত হন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত