Search
Close this search box.

ভারতীয় বিড়িরসহ বিশ্বনাথে সিএনজি চালক আটক

ভারতীয় বিড়িরসহ বিশ্বনাথে সিএনজি চালক আটক
ভারতীয় বিড়িরসহ বিশ্বনাথে সিএনজি চালক আটক
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ বিড়িসহ এক যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। আটক ব্যক্তির নাম জামাল আহমদ (১৯)। তিনি উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের কুড়িখলা গ্রামের মৃত সাজ্জাদ মিয়ার ছেলে। সোমবার (৭ অক্টোবর) রাত ৮টায় লামাকাজি ইউনিয়নের লামাকাজিবাজার পয়েন্টে তাকে আটক করা হয়।

আটকের সময় জামালের হেফাজতে থাকা ৩৮ হাজার ৫শ শলাকা ভারতীয় অবৈধ বিড়ি জব্দ করে পুলিশ। এ কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও (ইঞ্জিন নাম্বার: বাজাজ-এএন-১০১১৭৭) জব্দ করা হয়।

আরও পড়ুন: বিশ্বনাথের মিরেরচরে প্রবাসীদের সহায়তায় ঘর পেলেন আছদ্দর আলীর পরিবার

পুলিশ সূত্র জানায়, জামাল একজন সিএনজি চালক। তিনি দীর্ঘদিন ধরে নিজের গাড়িতে করে বিভিন্ন স্থানে ভারতীয় অবৈধ বিড়ি পাইকারি হিসেবে সরবরাহ করে আসছিলেন। ঘটনার সময় সরবরাহের উদ্দেশ্যে বিড়ির একটি চালান নিয়ে যাচ্ছিলেন। লামাকাজি পয়েন্টে পৌঁছানোর পর স্থানীয় জনতার হাতে তিনি আটক হন। পরে তাকে থানায় নিয়ে আসা হয়।

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল মিয়া জানিয়েছেন, আটক জামালের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের আওতায় পুলিশ বাদী হয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত