Search
Close this search box.

শাইখ সিরাজসহ পাঁচজনের বিরুদ্ধে ফারজানা ব্রাউনিয়ার মামলা

শাইখ সিরাজসহ পাঁচজনের বিরুদ্ধে ফারজানা ব্রাউনিয়ার মামলা
শাইখ সিরাজের বিরুদ্ধে ফারজানা ব্রাউনিয়ার মামলা
Facebook
Twitter
WhatsApp

চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজসহ পাঁচজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ঢাকার আদালতে মামলা করেছেন উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে মামলাটি দায়ের করা হয়।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগ তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন এবং তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন, আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, আব্দুর রশিদ মজুমদার পারভেজ এবং রিয়াজ আহম্মেদ খান।

আরও পড়ুন :: ছাত্র আন্দোলন দমনে পুলিশের সাজে হিন্দি’ভাষীরা গুলি চা’লিয়েছে- তাজুল ইসলাম

মামলার বিবরণ অনুযায়ী, বাদী চ্যানেল আইতে ম্যানেজার মার্কেটিং (ইভেন্ট) হিসেবে মাসিক এক লাখ টাকা বেতনে ২০১৪ সালে যোগ দেন এবং স্বর্ণ কিশোরী নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনা করছিলেন। ২০১৮ সালে কোটা আন্দোলনে ছাত্রদের সমর্থনে কথা বলার পর তাকে কোনো নোটিশ ছাড়াই নিষিদ্ধ করা হয়। এরপর মৌখিকভাবে প্রতিবাদ জানালে আসামিরা তাকে আশ্বস্ত করেন যে লিখিত বরখাস্ত না হওয়া পর্যন্ত তিনি নিয়মিত বেতন পাবেন। সেই অনুযায়ী, ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত তার মোট পাওনা ৭৯ লাখ টাকা। পাওনা অর্থ দাবি করে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও কোনো জবাব না পেয়ে বাদীকে হুমকি দেয়া হয় এবং তার কাছে ৫০ কোটি টাকা চাঁদা দাবি করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত